জইশ-ই-মোহাম্মদের সদর দফতর পাকিস্তানের দখলে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহিত

পাকিস্তান কাশ্মীরের পুলওয়ামা হামলার দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদর দফতর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জানায়, পাঞ্জাব প্রাদেশিক সরকার বাহাওয়ালপুরে জেইএম’র সদর দফতর হিসেবে ব্যবহৃত একটি মসজিদ একটি মাদরাসা ভবন দখলে নিয়েছে।

universel cardiac hospital

পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, পাঞ্জাব সরকার বাহাওয়ালপুরে অবস্থিত মাদরাসাতুল সাবির এবং জামা-ঈ-মসজিদ সুবাহানল্লাহ নিজেদের দখলে নিয়েছে।

ডনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সশস্ত্র জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ দুটি প্রতিষ্ঠানকে সদর দফতর হিসেবে ব্যবহার করতো। প্রতিষ্ঠান দুটিতে মোট ৭০ জন শিক্ষক ও ৬০০ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। দখলের পর ভবন দুটির ভেতরে কাউকে চলাচল করতে দেখেন নি স্থানীয় বাসিন্দারা।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ভারতের আধাসমারিক বাহিনীর অন্তত ৪০ জওয়ান নিহত হয়। আগেও ভারতে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করে মাসুদ আজহারের নেতৃত্বাধীন এই সশস্ত্র সংগঠনটি।

ভারতের দাবি পাকিস্তানের মদদে দেশটিতে বসে বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে এই সশস্ত্র সংগঠন। কিন্তু বরাবরের মতো ভারতের এমন অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। সম্প্রতি পুলওয়ামা হামলার জেরে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পাকিস্তানের ওপর জইশ-ই-মোহাম্মদকে সমর্থন করার অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিল পাকিস্তান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে