চোখ খুলেছেন ওবায়দুল কাদের : চিকিৎসক

ডেস্ক রিপোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে ভালো, তবে তিনি শঙ্কামুক্ত নন।

আজ রোববার সন্ধ্যায় হাসাপতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।

universel cardiac hospital

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই। ওনার অবস্থা আগের চেয়ে ভালো। উনি চোখ খুলছেন, পা নাড়াচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে আয়োজিত জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

কনক কান্তি বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী ডাক দিলে তিনি মিটমিট করে তাকিয়েছেন। রাষ্ট্রপতি ডাক দিলে বড় চোখ করে তাকিয়েছেন ওবায়দুল কাদের। মোহাম্মদ নাসিম যখন তাকে ডাকেন তখনও তিনি চোখ খুলে কথা বলার চেষ্টা করেন।

এক প্রশ্নের জবাবে আলী আহসান বলেন, তার বর্তমানে শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নাই। তবে এয়ার অ্যাম্বুলেন্সে যদি প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তাহলে আমরা অ্যালাও করতে পারি।

বিদেশে নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর দেখছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কার্ডিয়লজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. অসীত বরণ অধিকারী উপস্থিত ছিলেন।

হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে