ভোলায় আইন অমান্য করায় ২০ জেলের জেল-জরিমানা

সারাদেশ ডেস্ক

ভোলায় আটক হওয়া জেলে। ছবি : সংগৃহিত

মৎস্য বিভাগ ভোলায় নিষিদ্ধকালে আইন অমান্য করে মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে। 

আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার মেঘনা নদীর ভোলার খাল ও মাঝের চর এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে।

universel cardiac hospital

পরে আটকদের মধ্যে ১৯ জনকে এক বছর করে সাজা ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।

আটকরা হলেন- আকবর, মাফু আলম, নুরে আলম, হারুন, শামিম, লোকমান, নুরুল ইসলাম, জয়নাল আবেদিন, শাহে আলম, সোহেল, জহুরুল ইসলাম, হাবিব, ছিদ্দিক, তছির আহমেদ, কালু, মইন,  লিটন, আবুল কালাম, সেকান্তর,  ছালাউদ্দিন।  এদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা নদীর ভোলার খাল ও মাঝের চর এলাকায় যৌথ অভিযান চালিয়ে  ২০ জেলেকে আটক করা হয়েছে।

পরে এদের মধ্যে ১৯ জনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে