দ্বিতীয় টেস্টে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল। ফাইল ছবি

বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শুক্রবার ভোর ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ।

টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম টেস্টে তিন সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার পর সিরিজে ফিরতে দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন । দ্বিতীয় টেস্ট শুরু আগের দিন তিনি এমনই আভাস দেন।

universel cardiac hospital

সেডন পার্কে টাইগারদের প্রথম ইনিংসে এক তামিম ইকবাল ছাড়া আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ইনিংসের মোট রানের অর্ধের বেশি এসেছে তার ব্যাট থেকেই। ফলে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ভালো খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস হার এড়াতে পারেনি।

অন্যদিকে বোলিংটাও হয়েছে যাচ্ছেতাই। স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে আবু জায়েদ-মিরাজদের পিটিয়ে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিল। তবে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সতীর্থদের জ্বলে ওঠার আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ বলেন, টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসটা সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাটিং করেন বা বোলিং এটা আপনাকে ভালো একটা বিল্ডআপ দেয়। সেদিক থেকে প্রথম ইনিংস আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আমরাও চাই প্রথম ইনিংসে যদি ব্যাটিং করি, তবে একটা ভালো পার্টনারশিপ, ভালো শুরু এবং ভালো একটা টোটাল যেন করতে পারি। আর বোলিং করলে যেন দ্রুত কিছু উইকেট নিতে পার। প্রতিপক্ষের শিবিরে কিছুটা চাপ তৈরি করতে পারি।

এদিকে আগেই জানিয়ে দেওয়া কোচ স্টিভ রোডসের সুরে তাল মিলিয়ে মাহমুদউল্লাহও জানান, দ্বিতীয় টেস্টে হয়তো মুশফিকুর রহিমের খেলা হচ্ছে। তবে তাকে তৃতীয় টেস্টে অবশ্যই পাওয়া যাবে। আর চোট থাকলেও ওয়েলিংটনে খেলবেন তামিম ইকবাল। এছাড়া দ্বিতীয় টেস্টের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে