বাম জোটসহ চার প্যানেলের ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট

ছবি : সংগৃহিত

ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোগ্রহণে বাধা এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলো নিয়ে গঠিত প্রগতিশীল ছাত্রজোট।

সেইসঙ্গে ছাত্র ফেডারেশন, স্বতন্ত্র ছাত্রজোট এবং কোটা আন্দোলনকারীদের নিয়ে গঠিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

universel cardiac hospital

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দী।

এসময় উপস্থিত নেতাকর্মীদের এই সিদ্ধান্তের স্বপক্ষে স্লোগান দিতে দেখা যায়। এসময় নতুন করে তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবিসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে