শেখ হাসিনা নকশীপল্লী হবে জামালপুরে

বিশেষ প্রতিনিধি

একনেক সভা
ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) জামালপুরে শেখ হাসিনা নকশীপল্লী প্রকল্পের অনুমোদন দিয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মঙ্গলবার প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

universel cardiac hospital

একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের নকশী শিল্পী ও শিল্পকে পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশীপল্লী। নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পী ও শিল্প। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পে ব্যয় করা হবে ৭২২ কোটি টাকা। এই পুরো টাকাই সরকারি অর্থায়নে ব্যয় করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে