সন্ত্রাসী হামলা : শেষ টেস্ট বাতিল, দ্রুত দেশে ফিরছেন বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

universel cardiac hospital

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টেস্ট ম্যাচ বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সমঝোতার ভিত্তিতেই ম্যাচটি বাতিল করা হয় বলে জানা গেছে।
দলের সদস্যরা কবে দেশে ফিরবেন সে ব্যাপারে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে দুই দেশের ক্রিকেট বোর্ড। 
এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুম্মার নামাজের সময় আল নূর নামের ক্রাইস্টচার্চের ওই মসজিদে বন্দুকধারী হামলা চালায়। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে