শনিবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

বিশেষ প্রতিনিধি

৩য় টেস্ট বাতিল
নিউজিল্যান্ডে হামলার পর সংবাদ সম্মেলন করছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। ছবি: এএফপি

ক্রাইস্টচার্চে মসজিদে এলোপাতাড়ি গুলিতে ব্যাপক হতাহতের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামীকাল শনিবার ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের।

দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ১৬ই মার্চ নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ১০ টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে বাংলাদেশ ক্রিকেট দল।

universel cardiac hospital

এই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল ওই সময় মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। তবে ক্রিকেটাররা সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। যদিও সবাই মানসিকভাবে খুব শকড!

এই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের তালিকা সামনে আসতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বাংলাদেশী কূটনীতিকরা বলছেন বাংলাদেশের ৩জন নিহত হয়েছেন, অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে যে কয়েকজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে তারা ধারণা করছেন, কিন্তু সেই সংখ্যাটি এখনো নিশ্চিত নয়। ইন্দোনেশিয়া বলছে, তাদের ছয়জন নাগরিক নিহত হয়েছেন এবং আরো অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে