ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে : নাসিম

ডেস্ক রিপোর্ট

মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন, ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বধির ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

universel cardiac hospital

বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ভুল সিদ্ধান্তের কারণে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনাদের নেত্রী খালেদা জিয়া জেলে, তার জন্য এখন কথাও বলতে পারছেন না। এত অন্যায় করেছেন যে, আপনারা বধির হয়ে গেছেন।

এ সময় বিএনপির নির্বাচিত এমপিদের জাতীয় সংসদে এসে কারাবন্দি খালেদা জিয়ার কথা বলতেও আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।

তিনি বলেন, আপনারা সংসদে আসুন- কথা বলুন। যে ৮ জন নির্বাচিত হয়েছেন, তারাই সংসদে আসুন। আপনাদের নেত্রীর কথা বলুন। রাজধানীর বিজয়নগরে ঢাকা সরকারি বধির স্কুল প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে