শান্তি বার্তা ছড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচর্চের মসজিদে হামলার পর দেশজুড়ে শান্তি বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে। গত সপ্তাহে জুম্মার নামাজের সময় শ্বেসাঙ্গ সন্ত্রাসীর হামলায় ৫০ মুসল্লি নিহত হয়। এর এক সপ্তাহ পর আজ (২২ মার্চ) দেশজুড়ে জুম্মার আজান সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের বিভিন্ন পত্রিকা আরবি ভাষায় ‘সালাম’ শব্দ দিয়ে প্রচ্ছদ করেছে।

এদিকে জুম্মার আজানের পর নিউজ্যান্ডজুড়ে ২ মিনিট নিরাবতা পালন করা হয়। হাজার হাজার মানুষ আল নুর মসজিদ প্রাঙ্গণে সমবেত হয় শান্তির বার্তা নিয়ে। নিউজিল্যান্ডের সব নারীরা আজ হিজাব পরে মুসলিমদের প্রতি সমর্থন জানায়।

স্থানীয় সময় দুপুরে আল নুর মসজিদ প্রাঙ্গণে যান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তার পরণে ছিল হিজাব ও বোরকার মতো লম্বা কালো রঙের পোশাক।

এসময় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, পারস্পরিক উদারতা, সমবেদনা এবং সহানুভূতিতে বিশ্বাসীরা একটি শরীরের মতো। যখন শরীরের কোন একটি অংশ ব্যথা পায় তখন পুরো শরীরই সেই ব্যথা অনুভব করতে পারে।

জুমার নামাজের বক্তব্যে আল নুর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেন, কয়েক লাখ মানুষের মনে আঘাত দিয়েছিলেন হামলাকারী। কিন্তু আজ ওই একই স্থানে আমি ভালোবাসা এবং সমবেদনা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের মন ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি, একত্রে আছি। কাউকে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেব না।

গত সপ্তাহে আল নুর মসজিদে ভয়াবহ হামলা থেকে বেঁচে গিয়েছিলেন ফৌদা।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে