বাংলার খল অভিনেতা মিজু আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক

মিজু আহমেদ (ফািইল ছবি)

বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ২৭ মার্চ। ২০১৭ সালে আজকের এই দিনে শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে জন্মস্থান কুষ্টিয়ায় দাফন হয় তাকে।

১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন তিনি। কাজ করেছেন কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে।

universel cardiac hospital

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে সিনেমার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজু আহমেদ। কয়েক বছরের মধ্যে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মিজু আহমেদ। প্রয়াত অভিনেতা রাজীবকে নিয়ে তার গড়া প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’ থেকে কয়েকটি ছবি তৈরি হয়। শুধু তাই নয়, তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি।

মিজু আহমেদ অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হচ্ছে ‘পাষাণ’।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে