কলমাকান্দায় কাব ক্যাম্পুরীতে মহাতাঁবু জলসা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দায় কাব ক্যাম্পুরীতে মহাতাঁবু জলসা
কলমাকান্দায় কাব ক্যাম্পুরীতে মহাতাঁবু জলসা। ছবি : শেখ শামীম

‘কাব করবো, জীবন গড়ব’ এ স্লোগানে  নেত্রকোনার কলমাকান্দায় ৩দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী’র ৩য় রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাঁবু জলসা।

আজ শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার কলমাকান্দা  উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাতাঁবু জলসা উদ্বোধন করেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফখরুল ইসলাম ফিরোজ।

universel cardiac hospital

কাব ক্যাম্পুরীতে অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জলসা সম্পন্ন হয়। পরে কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠান উপভোগ করতে উপজেলার বিপুল সংখ্যক উৎসুক জনতা বিদ্যালয়ের  প্রাঙ্গণে সমবেত  হন।

এতে বাংলাদেশ স্কাউট’স কলমাকান্দা উপজেলার কমিশনার প্রধান শিক্ষক  ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইন্দ্রজিত সাহা’র সঞ্চালনায় সমাপনী  অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম , উপজেলা কৃষকলীগের সভাপতি মো.আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ইনচার্জ মো. রেজাউল করিম,কমিশনার গার্লস গাইড প্রধান শিক্ষক কামরুন নাহার ও প্রোগ্রাম চীফ শিপ্রা পাল প্রমুখ। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী-২০১৯ইং এর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি বাংলাদেশ স্কাউট’স কলমাকান্দা উপজেলার মো. জাকির হোসেনের সভাপতিত্বে  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট নেত্রকোণা জেলার সভাপতি মঈনউল ইসলাম ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে