নিশাত নাওয়ার সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন। ওই সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকলেও নজর কেড়েছিলেন তিনি। এবার সালওয়া যাচ্ছেন মার্কিন মুলুকের নিউইয়র্ক অনুষ্ঠিত আসন্ন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ।
জমকালো ওই আসরে অংশ নিতে আগামী বৃহস্পতিবার রাতের ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সালওয়া।
সোমবার সকালে খবরটি জানিয়ে সালওয়া বলেন, ৭ এপ্রিল জ্যামাইকার আমাজুরা হলে বসবে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। আমিসহ ২০ জনের মতো বাংলাদেশের তারকা সেখানে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, পারিবারিক ট্যুরে এর আগে নিউইয়র্ক গিয়েছি একাধিকবার। তবে এই প্রথম পেশাগত কারণে সেখানে যাচ্ছি। ৫ তারিখ পৌঁছানোর পরে মহড়ায় অংশ নেব। তখন ঠিক হবে কি কি পারফর্ম করবো।
সালওয়া বলেন, এতো বড় অনুষ্ঠানে অংশ নিতে পারছি, ভাবতেই ভালো লাগছে। আয়োজক প্রতিষ্ঠান আমাকে যোগ্য মনে করেছে বলেই হয়তো সুযোগ পেলাম।
সালওয়া জানান, ঢালিউড অ্যাওয়ার্ড’ শেষে তিনি দেশে ফিরবেন এপ্রিলের মাঝামাঝি সময়ে। ফিরেই রাজু চৌধুরী পরিচালিত ‘রাজকন্যা’ ছবির কাজ শুরু করবেন।
এদিকে, ঢালিউড অ্যাওয়ার্ড’-এর আগের আসরে অংশ নিয়েছিলেন শিল্পা শেঠি, কারিনা কাপুর, রানী মুখার্জির মতো তারকা। এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন বলিউড তারকা সানি লিওনের। ইতোমধ্যে তিনি এক ভিডিও বার্তায় সেখানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আর বাংলাদেশের তারকাদের মধ্যে থাকবেন সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, তাহসান, মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, মিরাক্কেলের আবু হেনা রনি, রিজিয়া পারভিন, সাজু খাদেম, ইমন, নাভেদ মাহমুদ, ইশরাত পায়েল, শিরিন শিলা, প্রভা, পিয়া বিপাশা, সজল, শিরিন শিলা, তানভীর তারেক প্রমুখ।
ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজক প্রতিষ্ঠান শো টাইম। প্রতিষ্ঠানটির সিও আলমগীর খান জানান, গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটি সেখানে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে। প্রতিবারের মতো এবারও সেখানে বসবাসর প্রবাসীরা এই শো উপভোগ করতে পারবেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই।