বিএসএমএমইউ’তে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

খালেদা জিয়া।
খালেদা জিয়া। ফাইল ছবি

কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে আসা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে তাকে নিয়ে গাড়িবহর নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ’র উদ্দেশে রওনা দেয়।

universel cardiac hospital

হাসপাতালে আনার আগে সোমবার নাইকো দুর্নীতি মামলার শুনানির জন্য বিএনপি চেয়ারপার্সনকে আদালতে হাজির করার কথা থাকলেও অসুস্থতার কারণে তাকে আদালতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আগামী ১০ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে পৌনে ১১টা থেকেই হাসপাতালে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য সোমবার সকালের মধ্যেই সব প্রস্তুতি নেয়া হয়েছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে সেজন্য এরই মধ্যে কেবিনও প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে চিকিৎসার জন্য একাধিকবার বেগম খালেদা জিয়াকে সরকার বঙ্গবন্ধু মেডিক্যালে নেয়ার সব প্রস্তুতি নিলেও যেতে অনীহা প্রকাশ করে এসেছেন তিনি। বেগম জিয়া ও তার দলীয় নেতাদের দাবি ছিল বিএসএমএমইউ’র বদলে ইউনাইটেড হাসপাতালে তার আগের নিয়মিত চিকিৎসকদের কাছেই চিকিৎসার ব্যবস্থা করা হোক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে