চীনে বনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : ইন্টারনেট

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশের এক বনে লাগা দাবানলের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হয়েছেন। সোমবার চীন সরকার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

শনিবার বনটিতে আগুনের সূত্রপাত হয়। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সিচুয়ান প্রদেশের পর্বতাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর জন্য সেখানে যায়। রোববার হঠাৎ করে বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে। এতে আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে নিহত হন তারা।

universel cardiac hospital

আগুন নিয়ন্ত্রণে দেশটির ৭০০ ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে। ওই প্রদেশের টিভি সংবাদে বলা হয়, ৩০ ফায়ার সার্ভিস কর্মী নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সোমবার তাদের মৃতদেহ পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে।

নিউজ এজন্সি শিনহুয়া জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজির এক বনেও দাবানল ছড়িয়ে পড়েছিল। দু’দিন চেষ্টার পরে ফায়ার সার্ভিস কর্মীরা রোববার এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শানজির প্রায় নয় হাজার বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে