বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড করতে যাচ্ছেন অনলাইনে পণ্য বিক্রির প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস ও তার স্ত্রী ম্যাকেনজি বেজস। এ ডিভোর্সের জন্য স্ত্রীকে সাড়ে তিন হাজার কোটি ডলার (প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা) প্রদান করতে হচ্ছে জেফের।
বিবিসির খবরে বলা হয়, ডিভোর্স চুক্তি অনুসারে, অ্যামাজনের জেফের অংশ থেকে ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাবেন ম্যাকেনজি। এর আগে অ্যামাজনে জেফের মালিকানা ছিল ১৬.৩ শতাংশ।
মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, ডিভোর্স থেকে পাওয়া অর্থ ম্যাকেনজিকে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী নারীতে পরিণত করবে।
বৃহস্পতিবার এক টুইটে ম্যাকেনজি লিখেছেন, পরস্পরের সহযোগিতায় বিয়ে বিচ্ছেদ পর্ব শেষ করতে পেরে তিনি সবার কাছে কৃতজ্ঞ।
অন্যদিকে ম্যাকেনজির টুইটে বেজোস রিটুইট করে লিখেছেন, সকলের ভালোবাসা এবং উৎসাহ পেয়ে একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছি। যা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।
এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক উয়াইল্ডেন্সটেইন ও তার স্ত্রী জোসেলিন উয়াইল্ডেন্সটেইনের। ১৯৯৯ সালে ৩৮০ কোটি ডলারের (বর্তমান সময়ে যার মূল্য ৫৭০ কোটি ডলার) বিনিময়ে তাদের ডিভোর্স হয়।