‘প্যারোল আবেদন করতে হয়, সরকার কাউকে জোর করে দেয় না’

ডেস্ক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

universel cardiac hospital

আইনমন্ত্রী বলেন, কারাবন্দি অবস্থায় কেউ যদি অসুস্থ থাকেন কিংবা জরুরি প্রয়োজন হয়, তবে প্যারোলে আবেদন করতে হবে। আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বলেছেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়ার বিষয়ে সরকার বিবেচনা করবে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলে আসছেন- প্যারোলে নয়, জামিনে মুক্তি পাওয়া খালেদা জিয়ার অধিকার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে