বাংলাদেশ অ্যাথলেটিকস দল কাতার গেল

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ অ্যাথলেটিকস দল
বাংলাদেশ অ্যাথলেটিকস দল আজ শুক্রবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। ছবি : সংগৃহিত

৯ সদস্যের বাংলাদেশ দল এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ অংশ নিতে আজ শুক্রবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

কাতারের দোহায় ২১-২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে ২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশের পাঁচজন অ্যাথলেট ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

universel cardiac hospital

৯ সদস্যের বাংলাদেশ দলে ২ জন কংগ্রেস ডেলিগেট, ১ জন কোচ, ১ জন ম্যানেজার ও ৫ জন খেলোয়াড় রয়েছেন।

খেলোয়াড়রা হলেন- মো. ইসমাইল (১০০ মিটার স্প্রিন্ট), মো. হাসান মিয়া (১০০ মিটার স্প্রিন্ট), মো. জহির রায়হান (৪০০মিটার), শিরিন আক্তার (১০০ মিটার) ও সোহাগী আক্তার (১০০ ও ২০০ মিটার)।

প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৪ এপ্রিল দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪৪টি দেশের ৭০০ জন নামকরা অ্যাথলেট (নারী ও পুরুষ) অংশ নিবেন। যারা চারদিন ব্যাপী ২১টি পুরুষ, ২১টি নারী ও মিশ্র রিলে ইভেন্টে ১৮৬টি পদকের জন্য লড়বেন।

৭০০ অ্যাথলেটের পাশাপাশি বিভিন্ন দেশের ৪৫০ জন অফিসিয়ালদের পদচারণায় মুখর হবে কাতারের দোহা শহর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে