নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নির্মিত শেখ রাসেল পার্কে বাহারি রঙের ঘুড়ি উৎসবের আয়োজন করেছে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ শনিবার বিকেলে বর্ণাঢ্য রঙের ঘুড়ি নিয়ে উৎসবে মেতে উঠে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা।
এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোর বড়-ছোটদের ঘুড়ি নিয়ে চারিদিক ছোটাছুটিতে পার্কে উৎসব ছড়িয়ে পড়ে।
উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার জানান, পরিবারের সদস্যদের নিয়ে একটি বিকাল কাটানোর জন্য এই ভিন্ন রকমের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন পশু-পাখি আকারে ঘুড়ি নিয়ে আয়োজনে উৎসবে পার্কের আকাশ হয়ে উঠে বাহারি রঙের। সংগঠনে সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
উৎসবে উপস্থিত ছিলেন উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সহসভাপতি মাসুদুর রহমান মাসুদসহ অনেকে।