আমিনুল হক খাদেম হত্যার দায়ে ৬ জনের ফাঁসি

ডেস্ক রিপোর্ট

আদালত
ফাইল ছবি

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

universel cardiac hospital

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুর রহমান খাদেম, শেখ শামীম আহম্মেদ, সোহেল, জুয়েল, মাহবুব আলম লিটন, কামাল হোসেন বিপ্লব। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবুকে।আজগর হোসেন রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাসহ তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন।

১০ বছর আগে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ৩ মে আহমদুল্লাহ স্টেটের ক্ষমতা দখলকে কেন্দ্র করে মালিবাগ হোল্ডিংয়ের পশ্চিম পাশে পরিকল্পিতভাবে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরের দিন তার ছেলে সাইদুল হক খাদেম রাজধানীর মতিঝিল থানায় হত্যা মামলা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে