শ্রীলঙ্কায় ইস্টার সানডের পরবের দিন আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা ১শ’র বেশি কমিয়ে এ সংখ্যা ‘প্রায় ২৫৩’ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মৃতের সংখ্যা হিসাবে ভুল হয়েছিল বলেই জানানো হয়েছে। বিবিসি এ খবর দিয়েছে।
গত রোববার শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে বলে আগে জানানো হয়েছিল।
আরো শত শত মানুষ আহত হওয়ার কথাও জানিয়েছিলেন কর্মকর্তারা। হামলায় নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কান। তবে হতাহতদের মধ্যে অনেক বিদেশিও আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।