সৌদি অপরাধ বন্ধে হজ বয়কটের ডাক লিবিয়ার মুফতি’র!

ডেস্ক রিপোর্ট

মুফতি সাদিক কারিয়ানি

লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-কারিয়ানি মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সৌদি আরবের অপরাধযজ্ঞ বন্ধ করতে মুসলমানদের কয়েকবার হজ করা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, হজ থেকে আয় করা রাজস্ব মুসলমানদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে ব্যয় করে সৌদি সরকার।

মুফতি সাদিক কারিয়ানি বলেন, “মুসলমানদের জীবনে হজ একবার ফরজ, সেটা আদায় করলেই চলে। যেসব মানুষ দ্বিতীয়বার হজে যাবেন বা ঐচ্ছিক উমরাহ করবেন তিনি সওয়াব অর্জনের বদলে গুনাহ করবেন। কারণ এই খাত থেকে অর্জিত অর্থ সৌদি সরকার মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করছে।”

universel cardiac hospital

লিবিয়ার ইয়ান টেলিভিশন চ্যানেলে দেয়া বক্তৃতায় মুফতি কারিয়ানি তার এই ফতোয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, “হজ থেকে অর্জিত অর্থ সৌদি সরকার আমাদের বন্ধু মুসলানদের বিরুদ্ধে অপরাধযজ্ঞে ব্যবহার করে থাকে। তারা এই অর্থ ইয়েমেন, সুদান, লিবিয়া, তিউনিশিয়া ও আলজেরিয়ার মুসলমানদের বিরুদ্ধে খরচ করছে।”

জাতীয়তার ওপর ভিত্তি করে প্রতিজন হাজিকে হজের জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়। হজ ও উমরাহ থেকে প্রতিবছর সৌদি আরব তার জিডিপির শতকরা ২০ ভাগ অর্থ আয় করে থাকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে