উত্তেজনার মধ্যেই এরদোগান-ট্রাম্প ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

এরদোগান-ট্রাম্প ফোনালাপ
এরদোগান-ট্রাম্প। ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন।

সোমবার রাতে তাদের মধ্যে এ ফোনালাপ হয় বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। খবর টিআরটির।

universel cardiac hospital

হোয়াইট হাউস জানায়, ফোনালাপে দুই প্রেসিডেন্ট ব্যবসায়িক সম্পর্ক ও সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন।

এ সময় এরদোগান ও ট্রাম্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাশিয়া থেকে তুরস্কের ক্রয়কৃত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ নিয়েও কথা হয় বলে জানা গেছে।

ফোনালাপে গত রোববার ক্যালিফোর্নিয়ায় একটি ইহুদি উপাসনালয়ে হামলার জেরে এক নারী নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্টকে সমবেদনা জানান এরদোগান।


যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি

প্রসঙ্গত, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে।

মঙ্গলবার ইস্তানম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, তুরস্ককে বাদ দিয়ে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প ব্যর্থ হবে। আমরা এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আল্টিমেটাম দিচ্ছি। তুরস্ককে বাদ দিয়ে এফ-৩৫ প্রকল্প করলে এটি ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, যারা এফ-৩৫ প্রকল্পের থেকে তুরস্ককে বাদ দেয়ার চেষ্টা করছেন তারা এ ব্যাপারে চিন্তা না করে বলেছেন যে, আঙ্কারা তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে