চালু হচ্ছে ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি

ডেস্ক রিপোর্ট

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ইটিসি বা ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি। মঙ্গলবার থেকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে এই পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজার দুটি লেইনে ইটিসি চালু হচ্ছে।

universel cardiac hospital

তিনি জানান, নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত আরএফআইডি ট্যাগের সঙ্গে টোলপ্লাজায় স্থাপিত ইটিসি ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা হবে।

এতে করে টোলপ্লাজায় দীর্ঘ সময় যানবাহনকে অপেক্ষা করতে হবে না বলেও মনে করেন আবু নাসের টিপু।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে