মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল

একাধিকবার গোলের সুযোগ মিস করেও ৩-০ গোলের জয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে ওঠেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মৌসুমীরা সহজেই হারিয়েছে মঙ্গোলিয়াকে। দলের জয়ে গোল করে অবদান রাখেন মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুনরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও মঙ্গোলিয়া।

এদিন খেলার শুরু থেকে মঙ্গোলিয়াকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

মঙ্গলবার শুরু থেকেই গোল করার একাধিক সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু সবগুলো সুযোগ কাজে লাগাতে পারেনি। বিরতিতে যাওয়ার আগে মিডফিল্ডার মনিকা চাকমা বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন।

বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে মনিকার পাস থেকে বল পেয়ে ডান দিক দিয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্জিয়া। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে বাংলাদেশ দলের হয়ে তৃতীয় গোল করেন তহুরা খাতুন।

এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আমিরাত ও কিরগিজস্তানের জালে দুইবার করে বল পাঠাতে সমর্থ হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে