আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক

মুকুট মাথায় থাই রাজা
মুকুট মাথায় থাই রাজা। ছবি : ইন্টারনেট

থাইল্যান্ডে নতুন রাজা মহা ভাজিরালংকর্ন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। অভিষেক অনুষ্ঠান চলবে তিনদিন ধরে।

২০১৬ সালে রাজা আদুল্যাদেজের মৃত্যুর পর নতুন রাজা মনোনীত হন তার ছেলে ভাজিরালংকর্ন। খবর বিবিসির।

universel cardiac hospital

অভিষেকের মাত্র কয়েক দিন আগে নিজের দেহরক্ষী বাহিনীর ডেপুটি প্রধান সুথিদাকে বিয়ে করেন ভাজিরালংকর্ন।

২০১৬ সালের ১৩ অক্টোবর বিশ্বের সবথেকে দীর্ঘ সময়ের রাজতন্ত্র ধরে রাখা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুল্যাদেজ-এর জীবনাবসান হয়।

বাবার মৃত্যুতে শোক পালন করার জন্য নিজের রাজ অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিতে চেয়েছিলেন যুবরাজ মহা ভাজিরালংকর্ন।

রাজার মৃত্যুর পর যুবরাজের সঙ্গে দেখা করার পর থাই জান্তা সরকারের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওঁচা জানিয়েছিলেন, থাইল্যান্ডে সরকারিভাবে এক বছরের শোক পালন করা হবে।

সেই শোক পালন শেষ হওয়ার পর শনিবার থেকে শুরু হয়েছে নতুন রাজার তিনদিনের অভিষেক অনুষ্ঠান।

আজ শনিবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভিজারালংকর্নকে নিজের নাম ও উপাধি সম্বলিত রাজকীয় সোনালী প্ল্যাক, রাজকীয় জাতক, রাজকীয় সিল তুলে দেওয়া হয়।

নতুন রাজার মাথায় ৭ দশমিক ৩ কেজি ওজনের রাজমুকুট পরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি প্রথম রাজ ফরমান জারি করেন।

দায়িত্ব গ্রহণের পর রাজা মাহা ভিজারালংকর্ন বলেন, আমি দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব।

অভিষেক অনুষ্ঠানে রানি ছাড়াও রাজপরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে