আগামীকাল সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২১ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল ঘোষণা করবেন।
প্রতিবারের মতো পরীক্ষার্থীরা এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেয়া হবে।
- জি এম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
- ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
- এ বছরেই রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন ১৫ ট্রেন
