নরেন্দ্র মোদিকে ‘দুর্যোধন’ বললেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রিয়াঙ্কা গান্ধী
'প্রিয়াঙ্কা গান্ধী। ফাইল ছবি

ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণার শেষ ২ ধাপের প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে যে কোনো ভাষায় আক্রমণ করছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‌’দুর্যোধন’ বলে আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী।

আজ মঙ্গলবার উত্তরপ্রদেশের হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে মোদিকে ‌দুর্যোধন বলেন প্রিয়াঙ্কা। তবে তার ১ ঘণ্টা পরেই বিজেপি সভাপতি অমিত শাহ প্রিয়াঙ্কার জবাব দেন, ‘২৩ মের পরই বোঝা যাবে কে দুর্যোধন আর কে অর্জুন।’

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাবার প্রতি মোদির অসন্মানের জবাব দিতেই এদিন মহাভারতের প্রসঙ্গ টেনে আনেন প্রিয়াঙ্কা।

universel cardiac hospital

তিনি বলেন, ‘দুর্যোধনের পতনের কারণ ছিল তার অহঙ্কার। অন্য কোনো কারণ না পেয়ে ওরা (বিজেপি) আমার পরিবারকে অপমান করছে। এই দেশ কখনও অহঙ্কারীকে কখনও ক্ষমা করেনি। ইতিহাস তার প্রমাণ। মহাভারতেও তার প্রমাণ রয়েছে। এমনকি, কৃষ্ণ যখন তার কাছে গিয়েছিলেন এবং সত্য বোঝানোর চেষ্টা করেন, তখন তাকেই বধ করার চেষ্টা করেন দুর্যোধন।’

এদিকে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে গিয়ে প্রিয়ঙ্কার আক্রমণের খবর পান অমিত শাহ। সেখানে এক জনসভায় অমিত বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রিয়ঙ্কা মোদিকে দুর্যোধন বলেছেন। কিন্তু তাকে মনে রাখতে হবে এটা গণতন্ত্র। শুধু আপনি কাউকে বললেই তিনি দুর্যোধন হয়ে যান না। ২৩ মে লোকসভা ভোটের ফলাফলের পরই প্রিয়ঙ্কাকে উচিত শিক্ষা দেবেন ভোটাররা। তখনই বোঝা যাবে, কে দুর্যোধন আর কে অর্জুন। কংগ্রেসের কোনও অপমানই ভোটারদের মনোভাব পাল্টাতে পারবে না।’

উল্লেখ্য, ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর আগমন। বাবা রাজীব গান্ধী এবং ভাই রাহুল গান্ধীর মতোই দলের সাধারণ সম্পাদক হয়ে তিনি কাজ করেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে