রোজা মানেই সংযম। না খেয়ে থেকে ক্ষুধার্তদের জ্বালা অনুভব করা রোজার অন্যতম উদ্দেশ্য। তাই রমজানে বাহারি ইফতারের চেয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বা সাধারণ মানুষের সঙ্গে ইফতার করা অনেক উত্তম।
রোজাদারে মুখে তাই ইফতার তুলে দিতে অনেকে নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে থাকেন। এটা সওয়াবের প্রাপ্তির জন্য করে থাকেন কেউ। কেউ আবার মানবিক টানে।
শিল্প এলাকা গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এক টাকায় হতদরিদ্র লোকজনের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছে ‘ইয়ুথ স্কয়ার বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এলাকার গরিব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করে প্রথম রমজান থেকে এ কর্মসূচি শুরু করেছে। শেষ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটির সংগঠক তাওসিফুল ইসলাম রিয়াদ জানান, মানবিক ভাবনা থেকেই মাত্র এক টাকায় হতদরিদ্র লোকজনের হাতে ইফতার তুলে দেয়া হচ্ছে।
তিনি বলেন, যাদের হাতে প্রচুর অর্থ আছে তারা সারাদিন রোজা রাখার পর নানা ধরনের মুখরোচক খাবারে ইফতার করেন। পাশেই অনেক রোজাদার টাকার অভাবে ইফতারে ভালো খেতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমাদের এ উদ্যোগ।
জানা যায়, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তুলা হয়েছে ইয়ুথ স্কয়ার।