ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল
বাংলাদেশ দল। ছবি : ইন্টারনেট

ওয়েস্ট ইন্ডিজকে হাত খুলে খেলতে দিচ্ছেন না বাংলাদেশি বোলাররা। এক শাই হোপই শুধু প্রতিরোধ গড়ে দাঁড়িয়ে আছেন। বাকিদের কেউ এখন পর্যন্ত সেভাবে টাইগারদের বিপক্ষে স্বস্তিতে ব্যাট করতে পারেননি।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে পেলেই ওয়েস্ট ইন্ডিজ যেভাবে রান উৎসবে মেতেছে, বাংলাদেশের বিপক্ষে সেটি তারা করতে পারছে না। এ সিরিজেই আগের দেখায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ান ওপেনিং জুটি তুলেছিল কোনো উইকেট না হারিয়ে ৮৯ রান। আজ তাদের এ স্কোরটাই হয়েছে ৩ উইকেট হারিয়ে।

universel cardiac hospital

ওয়েস্ট ইন্ডিজকে যথেষ্টই চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা, ১২.২ ওভারের পর বাউন্ডারিই মারতে পারেনি ক্যারিবীয়রা।
শুরু থেকেই বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজকে। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৮ রান করা সুনীল আমব্রিসকে আজ দ্রুতই ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সৌম্য সরকারের দারুণ ক্যাচ হওয়ার আগে উইন্ডিজ ওপেনারের রান ২৩। বেশি দূর এগোতে পারেননি ড্যারেন ব্রাভোও। মেহেদী হাসান মিরাজের অফস্পিনে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ৬ রান।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ব্যয়বহুল বোলিং করায় গত কদিনে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। নিজেকে ফিরে পেতে উন্মুখ ফিজ শুরু থেকেই কৃপণ বোলিং করছেন, রোস্টন চেজকে (১৯) বাধ্য করেছেন ডিপ উইকেটে মাহমুদউল্লাহর ক্যাচ হতে। বাঁহাতি পেসার ফিরিয়ে দিয়েছেন জোনাথান কার্টারকেও (৩)।

৯৯ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে আশা দিচ্ছেন হোপ। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা শাই হোপ বাংলাদেশের বিপক্ষে ভালো খেলাটা যেন নিয়মিত ঘটনা বানিয়ে ফেলেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শাই হোপ ৫৪ রানে এবং জেসন হোল্ডার ৩১ রানে অপরাজিত আছেন । ৩২.৩ ওভারে উইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৩৮ রান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে