ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৯৩। সেই বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ এগুচ্ছে বাংলাদেশ।
ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের এ ম্যাচে সর্বশেষ বাংলাদেশের স্কোর ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান। ক্যারিয়ারের ৪৬তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। তিনি আউট হন ৫৭ রানে। হাফ সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাসও। ৬৭ বলে ৭৬ রান করে তিনি আউট হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ২৮ বলে ২৮ এবং মুশফিক ২০ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন। টাইগারদের দলীয় সংগ্রহ ২৮ ওভারে ১৯৬/২।
এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। ত্রিদেশীয় সিরিজের আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে এই ওপেনারের বিশ্বকাপ প্রস্তুতি হয়েছে দুর্দান্ত। তাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে লিটন দাসকে। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করেছেন ডানহাতি ব্যাটসম্যান।
তাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দারুণ। আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেয়ে ঠাণ্ডা মাথায় দেখেশুনে খেলার পথে হেঁটেছেন তামিম-লিটন। এরপরও ৮.৪ ওভারেই ৫০ ছাড়ায় বাংলাদেশের স্কোর।
এর আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯২ রান তুলে স্বাগতিক আয়ারল্যান্ড।