উপ-নির্বাচন : বগুড়া-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ওমর

ডেস্ক রিপোর্ট

বগুড়া-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ওমর
জাতীয় পার্টির বগুড়া জেলা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর। ফাইল ছবি

বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও বগুড়া জেলা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমরকে মনোনয়ন দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীক নিয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নুরুল ইসলাম ওমর বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হলেও তিনি শপথ নেননি। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন বগুড়া সদর এলাকা নিয়ে গঠিত ওই আসনে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে