ভারতীয় বিমান বাহিনী শতাধিক স্পাইস বোমা কিনতে ইসরাইলি সরকারের সঙ্গে তিনশ কোটি রুপির চুক্তি করেছে। নতুন করে কিনতে যাওয়া এই বোমা স্পাইস-২০০০ এর উন্নত সংস্করণ।
গত ২৬ ফেব্রুয়ারিতে প্রতিবেশী পাকিস্তানের বালাকোট শহরের বাইরে হামলায় এই বোমা ব্যবহার করা হয়েছে। ওই হামলায় তিনশ জইশ-ই-মোহাম্মদ বিদ্রোহীকে হত্যার দাবি করে ভারত।-খবর বিজনেস টুডের
পুলওয়ামায় এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় দেশটির একটি আধাসামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছিল।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আগামী তিনমাসের মধ্যে ভারতকে এসব বোমা হস্তান্তর করবে ইসরাইল।
ভারতীয় বিমান বাহিনীর সূত্র বলেছে, বোমাগুলো জরুরি অবস্থায় কেনা হচ্ছে। যেকোনোভাবেই এই বছরের মধ্যে এই বেচাবিক্রি শেষ করে ফেলতে চায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই বোমা ৬০ কিলোমিটারের মধ্যে হামলা চালাতে পারে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই স্পাইস বোমার তুলনা নেই বলে খবরে জানা গেছে।