ওয়ার্নার-খাজার ফিরে যাওয়ায় চাপে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

চাপে অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

ডেভিড ওয়ার্নার ৮৪ বলে ৫৬ রান করে চাহালের বলে ক্যাচ আউট হন। তারপর উসমান খাজাও ফিরে গেছেন ৪২ রান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে তিন উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০৭ রান। স্টিভেন স্মিথ ৫৬ রান ও ম্যাক্সওয়েল ৫ রান নিয়ে ব্যাট করছিলেন।

এর আগে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলেন উদ্বোধনী জুটিতে নামা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ইনিংসের ১৩ ওভারে তিনি রান আউটের শিকার হন। তার ব্যক্তিগত সংগ্রহ ৩৫ বলে ৩৬ রান। এর মধ্যে একটি ছক্কা রয়েছে।

universel cardiac hospital

প্রথম ১০ ওভারে ভারত করে বিনা উইকেটে ৪১ রান। আর অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৪৮ রান।

ভারতের প্রথম ৫০ রান আসে ১১.৩ ওভারে, আর অস্ট্রেলিয়ার সমান সংখ্যক রান হয় ১০.৪ ওভারে। ভারতের প্রথম ১০০ রান আসে ১৮.৬ ওভারে, অস্ট্রেলিয়ার সেটি হয় ২০ ওভারে।

রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরলেন উদ্বোধনী জুটিতে নামা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ইনিংসের ১৩ ওভারে তিনি রান আউটের শিকার হন। তার ব্যক্তিগত সংগ্রহ ৩৫ বলে ৩৬ রান। এর মধ্যে একটি ছক্কা রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে