মুরসির খবর প্রকাশের দায়ে তুরস্কের গণমাধ্যম ব্লক করল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

মুরসির খবর প্রকাশ করায় তুরস্কের গণমাধ্যম ব্লক করল মিসর।
মুরসির খবর প্রকাশ করায় তুরস্কের গণমাধ্যম ব্লক করল মিসর।

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর খবর গুরুত্বসহকারে তুরস্কের গণমাধ্যম প্রকাশ করায় দেশটির অনলাইন গণমাধ্যম আনাদলু ও স্যাটেলাইট টেলিভিশন টিআরটি ব্লক করেছে কায়রো।

সোমবার আদালতে মারা যাওয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসির মৃত্যু নিয়ে ব্যাপক আকারে সংবাদ প্রকাশ করে তুরস্ক। ২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে মুরসি জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন।

universel cardiac hospital

পরে আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন।

সম্প্রতি মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে মিসরের সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

সেনা অভ্যুত্থানে মুরসি গ্রেফতার হলে তাতে যুক্তরাষ্ট্র উষ্ণ ভূমিকা পালন করে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাসমর্থিত মিসরের সিসি সরকারকে সমর্থন করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে