নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা যুবলীগের ৩ নেতাকে প্রতিপক্ষের সঙ্গে আঁতাতের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় এবং প্রতিপক্ষের (বিএনপি) সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে বসুরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম তুষার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে যুবলীগ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
- ভারতের লোকসভায় ‘জয় শ্রী রাম; বনাম ‘আল্লাহু আকবার’
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
- ৪ হাজার কোটি টাকা মূলধন হারাল ডিএসই
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার বসুরহাট পৌরসভা যুবলীগের ৩ নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে আশরাফুল ইসলাম তুষার জানান, আমাকে বহিষ্কারের আগেই আমি পৌরসভা যুবলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছি।