নোয়াখালীতে যুবলীগের ৩ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীতে যুবলীগের ৩ নেতা বহিষ্কার
বহিষ্কৃত যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার, নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা যুবলীগের ৩ নেতাকে প্রতিপক্ষের সঙ্গে আঁতাতের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় এবং প্রতিপক্ষের (বিএনপি) সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে বসুরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম তুষার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে যুবলীগ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার বসুরহাট পৌরসভা যুবলীগের ৩ নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে আশরাফুল ইসলাম তুষার জানান, আমাকে বহিষ্কারের আগেই আমি পৌরসভা যুবলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে