লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে আটকা ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন আজ শুক্রবার দেশে ফিরছেন।
আজ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আসার কথা রয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আ স ম আশরাফুল ইসলাম জানান, আটকে পড়া বাংলাদেশিদের তিউনিসিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।
তিনি জানান, শুক্রবারের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে। আর বাকি ৪৭ জনকে পর্যায়ক্রমে দেশে আনা হবে।
প্রসঙ্গত, লিবিয়া থেকে ইউরোপে যাচ্ছিলেন ৬৪ বাংলাদেশি ও ৯ মিসরীয়। এ সময় মাঝপথে তাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে একটি মিসরীয় উদ্ধারকারী নৌকা তাদের টেনে তিউনিসিয়া উপকূলে নিয়ে আসে।
- ভারতের লোকসভায় ‘জয় শ্রী রাম; বনাম ‘আল্লাহু আকবার’
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
- ৪ হাজার কোটি টাকা মূলধন হারাল ডিএসই
এর আগে গত মাসে ইউরোপে পাড়ি দিতে লিবিয়া ছাড়ার পর ভূমধ্যসাগরের তিউনিসীয় উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। চলতি বছরের প্রথম চার মাসে ওই পথে ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে।