ফরিদপুরের কোমরপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গ্রামীণ জুয়েলার্সের মালিক, তার মা ও বোন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে অপর ৪ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্যা (৫৮), তার মা মহিরুন্নেছা (৭৫) ও তার বোন আসিয়া বেগম (৫৫)।
হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন্নেছা এবং বোন আসিয়া বেগম। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।