অস্কারে আমন্ত্রিত ৪ ভারতীয়

বিনোদন ডেস্ক

অস্কার
ফাইল ছবি

অস্কার অ্যাকাডেমির সদস্য হতে ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছে চারজন ৪ চলচ্চিত্র ব্যক্তিত্বকে। এ তালিকায় রয়েছেন প্রবীণ অভিনেতা অনুপম খের, পরিচালক জোয়া আখতার, অনুরাগ কাশ্যপ এবং রীতেশ বাতরা।

অ্যাকাডেমির পক্ষ থেকে সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন প্রজন্মের প্রতিনিধিদের এবার অস্কার অ্যাকাডেমির সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুপম খের, জোয়া আখতার ও অনুরাগ কাশ্যপ ছাড়াও অ্যাকাডেমিতে আমন্ত্রণ পাওয়া রীতেশ বাতরা ফটোগ্রাফ ও লাঞ্চবক্স ছবির পরিচালক।

নতুন আমন্ত্রণ পাওয়াদের মধ্যে ২১ জন ইতোমধ্যেই অস্কার জিতেছেন এবং ৮১ জন এর আগে কখনও অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

তাদের অস্কার অ্যাকাডেমি থেকে ডাক পাওয়ার কথা টুইট করে জানান অনুরাগ কাশ্যপ।

এবারে মোট ৮৪২ জনকে নতুন আমন্ত্রণ জানানো হয়েছে। হোটেল মুম্বাই এবং ‘দ্য বিদ সিক’-এর মতো হলিউড ছবিতেও কাজ করেছেন অনুপম খের।

জোয়া আখতার ডাক পেয়েছেন পরিচালক বিভাগে এবং অনুরাগ কাশ্যপকে আমন্ত্রণ জানানো হয়েছে শর্ট ফিল্ম এবং ফিচার অ্যানিমেশন বিভাগে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে