আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে ২ পরিবর্তন!

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় একাদশে ২ পরিবর্তন!
ফাইল ছবি

বিশ্বকাপে শুরু থেকে অপরাজিত থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেতে হলো ভারতকে। স্বাগতিকদের বিপক্ষে প্রথম হারের পর এবার সেমি নিশ্চিত করতে বেশ প্রস্তুতি নিয়েই বাংলাদেশের বিপক্ষে নামছে টিম ইন্ডিয়া।

এজবাস্টনে আজ মঙ্গলবার টাইগারদের বিপক্ষে ম্যাচে একাদশে দুটি পরিবর্তনের আভাস দিয়েছেন  ভারতীয় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার।

universel cardiac hospital

ইংল্যান্ডের বিপক্ষে শেষদিকে প্রত্যাশানুযায়ী ব্যাটিং করতে পারেননি কেদার যাদব। স্বাভাবিকভাবেই টাইগারদের বিপক্ষে ভারত একাদশে তার জায়গা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

একইসঙ্গে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হতে পারে লেগস্পিনার যুভেন্দ্র চাহালকে। ইংলিশদের বিপক্ষে বল হাতে চরম ব্যর্থ ছিলেন তিনি। ১০ ওভারে দেন ৮৮ রান।

কেদার-চাহালকে বিশ্রাম দিলে ভারতীয় দলে ঢুকবেন কারা? ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, কেদারের বদলে অন্তর্ভুক্ত হতে পারেন রবীন্দ্র জাদেজা। আর চাহালের স্থলাভিষিক্ত হতে পারেন চোটে পড়ে বিশ্বকাপের শুরুতে ছিটকে পড়া ভুবনেশ্বর কুমার। এছাড়া তাদের একদাশে ফেরা নিয়ে সংবাদ সম্মেলনে আভাস দিয়েছেন ব্যাটিং কোচ বাঙ্গার।

তিনি বলেন, মিডলঅর্ডারে বড় কোনো অবদান না পেলে লো অর্ডারে ভুবনেশ্বর কুমারের মতো কেউ সত্যিই গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আটে নেমে শক্ত হাতে ব্যাট করার মতো ব্যাটসম্যান হতে পারেন জাদেজা। যে আপনাকে কিছুটা স্বাধীনতা দিবে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমার মনে হয় টিম ম্যানেজম্যান্ট দলের কম্বিনেশন নিয়ে আরো খোলামেলা ভাববে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে