না ফেরার দেশে পাড়ি জমালেন সাংবাদিক অজয় বড়ুয়া

বিশেষ প্রতিবেদক

সাংবাদিক অজয় বড়ুয়া

না ফেরার দেশে পাড়ি জমালেন দৈনিক সংবাদ-এর ক্রীড়া সম্পাদক ও স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অজয় বড়ুয়া। লন্ডনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবনাবসান হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

universel cardiac hospital

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

চলমান ক্রিকেট বিশ্বকাপ কাভার করতে ইংল্যান্ডে অবস্থান করছিলেন অজয় বড়ুয়া। কিন্তু সেখানে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রায় দুই সপ্তাহ লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অজয় বড়ুয়া ১৯৭৪ সাল থেকে দৈনিক সংবাদে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন। জাতীয় প্রেসক্লাবের সদস্য অজয় বড়ুয়া প্রায় পাঁচ দশক ক্রীড়া সাংবাদিকতার সাথে যুক্ত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে