৭৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট

হজযাত্রী
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২০৮টি হজ ফ্লাইটে ৭৫ হাজার ৫৯০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আজ মঙ্গলবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২২ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১০০টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

universel cardiac hospital

এরমধ্যে মোট ২০৮টি হজ ফ্লাইটে চার হাজার ৬০৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৯৮৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এ বছর প্রথমবারের মতো সৌদি আরবের (প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন) ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে।

যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।

এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সিকে হজ যাত্রীদের বিমান টিকিট ও ভিসা নিশ্চিত করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এবার গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে।

সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে