আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই : মির্জা ফখরুল

বিশেষ প্রতিবেদক

মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনও কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টও নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

universel cardiac hospital

মির্জা ফখরুল বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারও একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনও কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোনো ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টও নেই। সুতরাং এই ভুয়া অ্যাকাউন্ট থেকে দেওয়া কোনো মতামতের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়দায়িত্বও আমার নেই।

বিএনপি মহাসচিব বলেন, যারাই আমার নামে এই ভুয়া আইডি খুলে ব্যবহার করছেন, তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করবো- এই জঘন্য কাজ থেকে তারা বিরত থাকবেন। এছাড়া কর্তৃপক্ষকেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে