এবার লঞ্চ মালিকদের পাল্টা ধর্মঘটের ডাক

মহানগর ডেস্ক

লঞ্চ
ফাইল ছবি

বার বার কর্মসূচির নামে ভোগান্তির প্রতিবাদে নৌ শ্রমিকদের ধর্মঘট স্থগিত করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা ধর্মঘটের ডাক দিয়েছেন লঞ্চ মালিকরা।

এদিকে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে শ্রম অধিদফতর।

universel cardiac hospital

নৌ-শ্রমিকদের ডাকা ধর্মঘটে আজ বুধবার দিনব্যাপী নৌযান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যায় শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় নৌযান শ্রমিক ফেডারেশন।

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুঁইয়া বৈঠকে যাত্রীদের হয়রানীর কথা ভেবে কর্মসূচি থেকে সরে আসার এবং শ্রমিকদের কাজে যোগদান করতে অনুরোধ করেন।

এর কিছুক্ষণ পরই পাল্টা কর্মসূচি ঘোষণা করেন লঞ্চ মালিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সহ-সভাপতি রুমি কিসলু বলেন, শ্রমিকরা আমাদের কিছু না জানিয়েই জাহাজ বন্ধ করে দেয় আবার ছেড়েও দেয়। আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই জাহাজের উপর।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বেতন ভাতা বাড়ানো, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে গত এপ্রিলেও ধর্মঘট পালন করে নৌ শ্রমিকরা। এ অবস্থায় শ্রম প্রতিমন্ত্রী দেশে ফেরার পর সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে শ্রম অধিদপ্তর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে