লিবিয়া উপকূলে জাহাজডুবিতে দেড় শতাধিক নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

নৌকাডুবি
ফাইল ছবি

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। আর এতে কমপক্ষে দেড় শতাধিক মানুষ নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদদাতাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা গেছে, জাহাজডুবির পর আরও ১৫০ মানুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে লিবিয়ার খোম শহরে নিয়ে যাওয়া হয়েছে। শহরটি ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

universel cardiac hospital

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ঠিক জন ছিলেন তা নিশ্চিত হয়। আর দেড় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে এটি হবে এ বছর ভূমধ্যসাগরে সবচেয়ে প্রাণঘাতি নৌযান ডুবি।

তবে লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, কমপক্ষে ১১৬ জন নিখোঁজ হয়েছে। আর উদ্ধার পেয়েছে ১৩২ জন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য জানিয়ে তিনি বলেন, কাঠের নৌকাটিতে ২ শতাধিক শরণার্থী ছিল।

সাধারণ ধারণ ক্ষমতার কয়েকগুন মানুষ নিয়ে ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করে থাকে অভিবাসীরা। এই রুটে তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে ইতালিতে কঠোরতা আরোপের ফলে সংখ্যা আগের তুলনায় কমেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে