ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ : গণফোরাম

ডেস্ক রিপোর্ট

ডেঙ্গু
ছবি : সংগৃহিত

গণফোরামের নেতারা ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তাদের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে গণফোরামের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন দলের নেতারা।

ডেঙ্গু নিয়ে মন্ত্রীদের নানা বক্তব্যের সমালোচনা করে গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, মন্ত্রী সাহেবরা যত কথা বলেন, সেই কথা যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে এই কথার দ্বারা বাংলাদেশে একটা মশাও থাকার কথা না। কথার তোড়ে, মন্ত্রীদের দাপটে সমস্ত মশার ধ্বংস হওয়ার কথা।

শুধু ডেঙ্গু প্রতিরোধ নয়, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ বলে দাবি করেন এই সাবেক আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, উত্তরাঞ্চলের বন্যাদুর্গত মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারিতে রূপ নিয়েছে। জনগণ এই মহামারির সরকার চায় না।

গণফোরামের কার‌্যনির্বাহী সুব্রত চৌধুরী বলেন, মানুষ ডেঙ্গুতে ভুগছে। আর দুই মেয়র আনন্দ মিছিল করে বেড়ান। এই দুই মেয়রের পদত্যাগ দাবি করছি।

সরকারের সমালোচনা করে সুব্রত চৌধুরী বলেন, এ সরকার যত দিন দেশ শাসন করবে তত দিন মানুষের দুঃখ বাড়ব।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে