রোহিঙ্গা সংকটে জাপানের মধ্যস্থতার প্রস্তাব

বিশেষ প্রতিনিধি

রোহিঙ্গা সংকটে জাপানের মধ্যস্থতার প্রস্তাব
ছবি : সংগৃহিত

জাপান রোহিঙ্গাদের প্রত্যাবাসন তরান্বিত করতে প্রয়োজনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

universel cardiac hospital

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ জাপানের ওই প্রস্তাব বিবেচনা করবে। তবে তিনি মনে করেন, এর আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যাবে।

রোহিঙ্গা সংকট সমাধানে জাপান রাজনৈতিক ভূমিকা রাখতে আগ্রহী কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমার মনে হয়, তাদের রাজনৈতিক সদিচ্ছা আছে। তারাও চায়, এ সমস্যার একটা দ্রুত সমাধান হোক। তারা একটি ভালো ভূমিকা পালন করতে পারে।

উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার মিয়ানমার যাচ্ছেন। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তারো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে