রাজধানীতে ডেঙ্গুতে পুলিশের এসআই’র মৃত্যু

ডেস্ক রিপোর্ট

দেশে একদিনে রেকর্ড ১৮৭০ রোগী ভর্তি
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) কোহিনুর আক্তারের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোহিনুর। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

universel cardiac hospital

কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীতে ভাড়া বাসায় থাকতেন। কয়েক দিন আগে বাসাতেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি।

গতকাল মঙ্গলবার কোহিনুরের অবস্থার অবনতি হয়। দিবাগত রাত তিনটার দিকে তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান কোহিনুর।

এবার ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব রেকর্ড ভেঙেছে। চলতি বছর ডেঙ্গু জ্বরে মৃত ব্যক্তির সংখ্যা ৫০ ছাড়িয়েছে। গণমাধ্যমের অনুসন্ধানে রেরিয়ে আসা এই তথ্যের সঙ্গে অবশ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের ব্যাপক ফারাক রয়েছে।

অধিদপ্তর বলছে, এ পর্যন্ত ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে