হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন মোকতাদির চৌধুরী

মোহাম্মদ সজিবুল হুদা

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ফাইল ছবি

দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জানা গেছে, বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।

universel cardiac hospital

রবিবার দুপুর সোয়া ১২ টায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বরেন চক্রবর্তী কর্তৃক ছাড়পত্র দেয়া হয়। তারপর হাসি মুখেই হাসপাতাল ছাড়েন মোকতাদির চৌধুরী।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে তাঁর নিজ কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতেলের সিসিইউতে ভর্তি করা হয়।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, ৭ আগস্ট তাকে কেবিনে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ১১ আগস্ট বাসায় ফিরলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই সদস্য।
হাসপাতাল থেকে ফেরার পথে তিনি দেশবাসী ও সমগ্র ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে